চট্টগ্রামে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এতে একাত্বতা প্রকাশ করে যোগ দেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম ও টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিক নেতারা বলেন, রোজিনা ইসলাম দুর্নীতির বিরুদ্ধে লিখনির মাধ্যমে সরকারকে দুর্নীতি রোধে সহায়তা করছে। এজন্য সরকারের উচিৎ ছিল তাকে পুরুস্কৃত করা, উল্টো তাকেই আজ চোর বানিয়ে কারাগারে পাঠানোটা এই দেশের ১৭ কোটি মানুষের উপর আঘাত বলে মনে করেন তারা। তারা আরো বলেন দুর্নীতি পরায়ন একজন কর্মকর্তা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করে সরকারকেই বিব্রত করেছে। দ্রুত এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির পাশাপাশি রোজিনা ইসলামের মুক্তি দাবি করা হয় সমাবেশ থেকে। এসময় ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন সাংবাদিক নেতারা। প্রতিবাদ সমাবেশে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন