বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নয় জন ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যুব ও ছাত্র অধিকার আন্দোলনের নেতাকর্মী। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন জানায়, জেএমসেন হলের পৃুজা মন্ডপে হামলার সাথে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার সাথে জড়িত বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। এর আগে কুমিল্লার ঘটনার জের ধরে গত১৬ অক্টোবর দুপুরে জুমার নামাজ শেষে একটি মিছিল থেকে ঐতিহাসিক জেএম সেন হলের পূজামণ্ডপে হামলা হয়। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার দিন অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। বর্তমানে তারা সবাই ওই মামলায় কারাগারে রয়েছে।