চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় নালার ভেতর থেকে মো. ফারুক (৩৫) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আগ্রাবাদ কমিউনিটি সেন্টারের পেছনের নালা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, যে স্থানে ফারুকের মৃতদেহ পাওয়া গেছে, সেখানে সচরাচর মানুষজন যাওয়া আসা করেন না। ফারুক মাদকাসক্ত ছিল। তিনি বিভিন্ন কমিউনিটি সেন্টারে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করতেন।
মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ(ওসি) মহসিন।
তিনি জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply