চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা হয়। আলোচনা সভায় নগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চেৌধুরী, সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যেগে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকে সঙ্গে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উৎযাপন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বগুণে আজ বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন