চট্টগ্রামে নতুন করে ৮০৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৯’শ ৩১ জন। নতুন সনাক্তের মধ্যে মহানগরে ৫৬১ জন এবং উপজেলা পর্যায়ে ২৪৮ জন। এর মধ্যে হাটহাজারী ও ফটিকছড়িতে নতুন আক্রান্ত সবচে বেশি ৪০ এর ঘরে। তবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।