চট্টগ্রামে নতুন করে আরও ৯৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে মঙ্গলবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৩৮ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৪টি ল্যাবে ৩ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৯৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮২৯ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৬০ জন বিভিন্ন উপজেলার রয়েছেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply