চট্টগ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণসহ ১০ টি মামলার আসামী নূর মোহাম্মদ ওরফে নুমাইদ্যাকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। বুধবার রাতে বাঁশখালি উপজেলা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ টি এসবিবিএল, ২ টি ওয়ানশুটার গান এবং ১ টি কাটা রাইফেল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীতে অভিযান চাালিয়ে নূর মোহাম্মদকে আটক করা হয়েছে। তিনি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে । আটককৃতের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী ও লোহাগড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।