আজ শুক্রবার বিকাল চারটায় চট্টগ্রাম পাহাড়তলী অলংকার মোড় হানিমুন টাওয়ার ২য় তলায় কেক কেটে
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় ও স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া শিপনের সভাপতিত্বে উক্ত কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক আবদুস সামাদ রুবেল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর যুগ্ম সম্পাদক সোহাগ আরেফিন,জাতীয় দৈনিক সোনালী খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব এর চেয়ারম্যান ও দৈনিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক খলিলুর রহমান,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ,আইন সহায়তা কেন্দ্র(আসক) এর কেন্দ্রীয় পরিচালক জামাল চৌধুরী,চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ রিপন,বিভাগীয় বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলাম মামুন ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো আবদুল হান্নান হীরা । এছাড়া শুভেচ্ছা বক্তব্যে ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান জসিম উদ্দিন রুবেল,নেক্সাস টিভির নাসির উদ্দীন লিটন । এছাড়া আরো উপস্থিত ছিলেন আকবর হোসেন,কলিম উল্ল্যাহ,আবু ইউচুফ সন্দ্বীপি,ফেরদৌস আলম অপু,শাহেদ,রিয়াদ হোসেন,আলেয়া বেগম,আবুল কাশেম,আকিলা জাহান,আবদুল মন্নান ও দ্বীপ টিভির চট্টগ্রামের সকল সাংবাদিকসহ উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।