চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় সড়কে সাউন্ডবক্স বাজিয়ে মোটরসাইকেলের মহড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হাশেম খান (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেম কমপক্ষে দুইজন। বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ জনকে আটক করেছে।
নিহত হাশেম খান আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাউন্ডবক্সের মেকানিক বলে জানিয়েছে পুলিশ।
ওসি মহসীন বলেন, ‘রঙ্গীপাড়া থেকে জাম্বুরি মাঠের দিকে মোটরসাইকেলের মহড়া দিয়ে একদল তরুণ-যুবক আসছিল। সামনে-পেছনে মোটরসাইকেল নিয়ে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজিয়ে তারা যাচ্ছিল। এসময় মহসীন নামে স্থানীয় এক যুবক রিকশায় করে যাচ্ছিল। এই মহড়া নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে মহসীনের ডাকে এলাকার লোকজন জড়ো হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
ওসি জানান, সংঘর্ষের মধ্যে বুকের বামপাশে ছোরা অথবা ধারালো অস্ত্রের আঘাতে হাশেম আহত হন। তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আরও দু’জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।