চট্টগ্রামে টিসিবির দুহাজার লিটার তেল,৫০০ কেজি ডাল ও ৫০০ কেজি চিনি সহ তিন জনকে আটক করেছে র্যাব। গতকাল মধ্যরাতে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে সাধারন মানুষদের জন্য বরাদ্দকৃত এসব পণ্য উদ্ধার করা হয়। এসময় টিসিবির পণ্য মজুদকারী তিনজনকে আটক করা হয়। তাদেরকে বর্তমানে র্যাব হেফাজতে রাখা হয়েছে। চট্টগ্রাম থেকে রুনা আনসারীর রিপোর্ট ।
এসব তেল,ডাল,চিনি কম মূল্যে মানুষের মাঝে বিতরনের কথা৷ অথচ তা গুদামজাত করে বাইরে বেশি দামে বিক্রির পরিকল্পনা করে সিন্ডিকেট চক্র।
গোপন সংবাদে সেখানে অভিযান চালায় র্যাব। আটক করা হয় ডিলার সহ তিনজনকে। উদ্ধার করা হয় তেল,ডাল, চিনি।র্যাব জানায়,এরকম আরো কোথাও অবৈধভাবে পণ্য মজুদ করলে তাদের বিরুদ্ধেও অভিযান চলবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন, ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে এসব সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে তাদেরও অভিযান চলবে৷