গত ৩০ জানুয়ারি খাগড়াছড়ি গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধবিহার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশুদ্ধা মহাথেরকে দুর্বৃত্তরা দা দিয়ে কুপিয়ে হত্যা ও চট্টগ্রামে জ্ঞান জ্যোতি ভিক্ষুকে কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু পরিষদ।
তারই প্রতিবাদে আজ ৬ ফেব্রুয়ারি রবিবার সকালে বান্দরবান বৌদ্ধ ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দরা একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। পার্বত্য ভিক্ষু পরিষদের ভদন্ত পঞঞা নন্দ মহাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভদন্ত তেজপ্রিয় মহাথের ভিক্ষু, ভদন্ত কল্যাণ মিত্র ভিক্ষু ভদন্ত গুনবর্ধন মহাথের, অং শৈ মং মার্মা অন্যান্য ভিক্ষুরা।
সমাবেশে বক্তারা বলেন, ভিক্ষুরাতো কারোন শত্রু নই। ধন সম্পদ, লোভ লালোসা নেই। দায়ক-দায়িকাদের দানের আহারে জীবন বাচে। ধর্ম চর্চা করে। হত্যার কোন একটা রহস্য থাকতে পারে। তাই হত্যার সাথে জড়িত আসামিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে।
Leave a Reply