চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর করার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সকালে জিয়া জাদুঘরের সামনে চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধের স্বপক্ষের ছাত্র ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত মানুষের নামে কখনও মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর হতে পারে না।স্বাধীনতা দিবসের আগে এ জাদুঘরের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন বক্তারা। এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ কার্যনির্বাহী সদস্য’সহ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন