চট্টগ্রাম নগরীরতে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় দেশীয় অস্ত্র ও বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সোমবার (২৬ এপ্রিল) রাতে বাড়ইপাড়া হাজীরপুল খালপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।
গ্রেফতাকৃতরা হলেন-শহিদুল ইসলাম প্রকাশ ভুইস্যা (২৩), মো. ফয়সাল ইমন (২০), মো. ইব্রাহিম পারভেজ (১৯) ও আব্দুল মান্নান (১৯)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) উত্তর বিভাগের এডিসি আবু বকর সিদ্দিক বলেন, ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিভিন্ন ধারায় তিনটি মামলা করা হয়েছে। এরআগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।