চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার বিটাক মোড়ের সফি মোটরসের সামনে পাকা রাস্তার ওপর থাকা প্রাইমমুভার ট্রেইলার গাড়ি থামিয়ে চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে সংঘবদ্ধ চক্রের সদস্য মো. ফারুককে (৩৫) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সন্ধায় এ তথ্য জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম।
গ্রেফতার ফারুক নগরের আকবরশাহ থানার পাক্কার মাথা লতিফপুর এরশাদের বাড়ির আব্দুর রউফের ছেলে।
ওসি হাসান ইমাম জানান, গাড়িতে চাঁদাবাজি করার একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের নেতা মো. ফারুককে গাড়িচালকদের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চাঁদা উত্তোলনের নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় কয়েকজন চাঁদাবাজ পালিয়ে গেছে।
তিনি জানান, ফারুক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। চাঁদাবাজরা বিটাক ও সফি মোটরস রোডে অবস্থান করা গাড়ির চালকদের কাছ থেকে ১০০ টাকা চাঁদা নিয়ে থাকে। বাকি চাঁদাবাজদের গ্রেফতারের বিশেষ অভিযান অব্যাহত আছে।