চট্টগ্রামে চলন্ত বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে নগরীর কুয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই নারী গত ১৯ মে নগরীর বিসিক শিল্প এলাকা থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল। নগরীর বহাদ্দার হাট আসলে অন্য সহকর্মীরা বাস থেকে নামতে পারলেও তিনি বাসের পিছনে বসায় নামতে দেরি হয়। কিন্তু বাস চালক তাকে না নামিয়ে গাড়ি দ্রুত চালিয়ে চলে যায়। পরে গাড়ির পিছনে নিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে চালক। এসময় তিনি চালককে ঘুষি মেরে চলন্ত বাস থেকে লাফ দেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পথচারীরা হাসপাতালে ভর্তি করে । এরপর সে গত ৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ওই নারীর মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানান পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মা বুধবার বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।