চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন এক হাজার ১১৫
জন। সংক্রমণের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা
যাননি।
রোববার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামের
১২টি ল্যাবে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে এক হাজার ১১৫ জনের
করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৭৯৪ জন মহানগরীর এবং ৩২১ জন
বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১২৭
জন। এছাড়া মারা গেছেন ১ হাজার ৩৫৪ জন।