চট্টগ্রাম করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবার বেড়েছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৩ শ’ ৬৯ জন। আর চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন । করোনা শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ। রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শনিবার আক্রান্ত হয়েছিলেন ২৬২ জন, মারা গিয়েছিল একজন। করোনা শনাক্তের হার ছিল ২৬ শতাংশ। জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের আটটি ল্যাবে এক হাজার ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১৪৬ জন রয়েছে।