চট্টগ্রাম নগরীর লালখান বাজারে সাফায়েত হোসেন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. জাহিদ হোসেন, মো. সুমন, মো. অন্তর, মো. আশরাফুল, মো. রাহাত, মো. শাহিন ও মো. মানিক হোসেন।
রোববার (২১ মার্চ) নগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিবির পরিদর্শক মো. আলমগীর মাহমুদ জানান, গত বৃহস্পতিবার খুলশী থানার লালখান বাজার এলাকায় সাফায়েত হোসেন (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় সাফায়েতের ভাই ফরহান হোসেন বাদী খুলশী থানায় মামলা দায়ের করেন। গতরাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।