চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৯জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৬৩১ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৪ হাজার ২২১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১২৯ জনের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীর ৮৯জন এবং বিভিন্ন উপজেলায় ৪০ জন। চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।