চট্টগ্রামে কঠোর লকডাউনের বিধিনিষেধ’র কারণে গণপরিবহন না থাকায় প্রধান সড়কগুলো অনেকটা ফাঁকা। তবে লগডাউন বাস্তবায়নের ৪র্থ দিনেও নগরী ও জেলার বিভিন্ন পয়েন্টে জেরা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। লকডাউন কার্যকরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। নগরীর প্রবেশদ্বারগুলোতে চেক পোস্ট বসিয়েছে সেনাবাহিনী। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে স্বাস্থাবিধি মানাতে মানুষকে সচেতনতার পাশাপাশি প্রয়োজনে জরিমানাও করছে জেলা প্রশাসন। লকডাউনে সবচেয়ে বেশি দূর্ভোগে পরেছে দিন মজুর আর কর্মস্থলে যাওয়া লোকজন।