চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীর খেলার ১’শ ১৩ তম আসর/প্যাকেজ-
চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলীর খেলার ১১৩ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের জীবন বলি। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহ জালাল বলীকে হারিয়েছেন তিনি ।বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে এ বলীর খেলা অনুষ্ঠিত হয়।তীব্র গরম উপেক্ষা করে ঐতিহ্যবাহী এ খেলা দেখতে ভীড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ।
করোনাভাইরাসের কারণে গেল দুই বছর বন্ধ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা। এবারও মাঠ সংকটের অজুহাত দেখিয়ে বলীখেলা বন্ধের ঘোষণা দেয় আয়োজক কমিটি। এমন ঘোষণায় প্রতিবাদ করে স্থানীয়রা। পরে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিমের হস্তক্ষেপে অনুষ্ঠিত হয় শতবছরের পুরনো জব্বারের বলীখেলা।
এবার লালদীঘি মাঠের পরিবর্তে বলীখেলা অনুষ্ঠিত হলো লালদীঘি চত্বরে। খেলায় অংশ নেন ১’শ জন বলী। ঢোল আর বাদ্যের তালে তালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বলীদের শারীরিক খসরত মুগ্ধ করে দর্শকদের।
ঐতিহ্যবাহী এই বলি খেলায় অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বলিরা।
এবারের ১’শ ১৩ তম আসরে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লার শাহ জালাল বলিকে নির্দিষ্ট ১৫ মিনিট পর অতিরিক্ত ৫ মিনিটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজারের জীবন বলি।
১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে সংগঠিত করতে চট্টগ্রামের ধর্নাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এ বলীখেলার প্রচলন করেন।
এদিকে জব্বারের বলী খেলাকে ঘিরে গতকাল থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী বৈশাখী মেলা।