চট্টগ্রামে একটি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল হলুদ-মরিচ-মসলার গুঁড়া ও ধানের কুঁড়াসহ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকার কারখানাটিতে অভিযান চালায় র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ সাগর, রাহাত উদ্দিন, নসু মাঝি, মোহাম্মদ শহীদ ও মুহাম্মদ খাইরুল। সকালে র্যা ব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার বলেন, খাতুনগঞ্জ বাজারের চৌধুরী বিল্ডিংয়ের নিচতলায় হলুদ-মরিচ-ধনিয়া ভাঙানোর একটি কারখানায় ভেজাল খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভেজাল খাদ্যসামগ্রী তৈরির কথা স্বীকার করেন।
কারখানা থেকে ৭টি প্লাস্টিকের বস্তায় থাকা ৩শ”৩৩ কেজি ভেজাল হলুদের গুঁড়া, ৪টি প্লাস্টিকের বস্তায় থাকা ১শ” ৫৭ কেজি ভেজাল মরিচের গুঁড়া, ২টি প্লাস্টিকের বস্তায় থাকা ৮০ কেজি ভেজাল ধনিয়ার গুঁড়া উদ্ধার করা হয়। এছাড়া ১২টি বস্তায় থাকা মোট ৫ শ” ৬৫ কেজি ধানের কুঁড়া উদ্ধার করা হয়। এই কুঁড়া ভেজাল হলুদ-মরিচ-ধনিয়ার গুঁড়া তৈরির কাজে ব্যবহারের জন্য মজুত রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মিলটির ব্যবস্থাপক ইস্কান্দর পলাতক রয়েছে।
Leave a Reply