চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাদের স্বজনদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।আহতরা হলেন- খুলশী থানার এএসআই জাকির হোসেন ও কনস্টেবল মনির হোসেন।
পুলিশ আসামি মো. আলমগীরকে (২৮) ৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বলে জানান খুলশী থানার ওসি শাহীনুল ইসলাম।
তিনি বলেন, “আলমগীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের চারটি মামলা আছে। মামলার পরোয়ানা নিয়ে তাকে গ্রেপ্তার করতে আমবাগান এলাকায় ঢাকা- চট্টগ্রাম রেল লাইনের পাশে অভিযানে যায়। তাকে গ্রেপ্তার করে আনার সময় তার পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয়।”
দুই পুলিশ সদস্য আহত হলেও তাদের জখম ‘সামান্য’ বলেন ওসি জানান।