দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হাজারী মার্কেটের একটি স্বর্ণের দোকানের মালিকের সাথে ক্রেতা সেজে সখ্যতা গড়ে তুলে আমির, পরে পরিবারের সদস্যদের নিয়ে এসে স্বর্ণ কিনে নেবে বলে অঙ্গীকার করে।
গতকাল সকালে বিক্রেতার দোকানের নিকটবর্তী জায়গায় লুকিয়ে ফোন করে আরেকটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তার কাছ থেকে টাকা আনতে বলে। তার কথামত বিক্রেতা দোকান খোলা রেখে টাকা আনতে গেলে দোকান থেকে ১৯ ভরি ৫ আনা ৪ রত্তি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা।
এ ঘটনায় অভিযোগ দায়ের হলে সকালে নগরীর চান্দগাও থানার মোহরা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।