মঙ্গলবার দুপুর ১২টা থেকে জঙ্গল সলিমপুর ও আলী নগরের উচ্ছেদ হওয়া লোকজন
বিদ্যুৎ ও পানির দাবীতে বায়েজিদ লিংক রোড ও চট্টগ্রাম -ঢাকা মহাসড়কে অবরোধ
সৃষ্টি করে।এতে মহাসড়ক ও বন্দর থেকে পণ্যবাহী গাড়ীর দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীরা বলেন,উন্নয়ন প্রকল্পের নামে সরকার জঙ্গল সলিমপুর থেকে
তাদের উচ্ছেদ করছে।পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে নেয়ার কারনে গত ২০
দিন ধরে তারা অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন।বিদ্যুৎ পানির নিশ্চয়তা না পাওয়া
পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান আন্দোলন কারীরা।
চট্টগ্রামের সীতাকুন্ড জঙ্গল সলিমপুরের দুই হাজার একর ভুমি কে ঘিরে নতুন শহর
তৈরীর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।হাসপাতাল, এমিউজমেন্ট পার্ক ,স্পোর্টস
ভিলেজ, সরকারী দপ্তরের পাশাপাশি এ এলাকায় কেন্দ্রীয় কারাগার স্হানান্তরের
পরিকল্পনা নিয়েছে সরকার।