চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ও বন্দরের সক্ষমতা কিছুটা বাড়ালেই দেশের বাণিজ্য সক্ষমতা অন্তত ১০ ভাগ বৃদ্ধি পাবে বলছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দীন। তাই এ বিষয়ে বাজেট বরাদ্দের কথা বলেন তিনি।
দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব বলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার, চট্টগ্রাম ওমেন চেম্বার, বিজিএমইএ ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম থেকে ঢাকা যেতে পন্য পরিবহনে ১৩ টনের বেশি পণ্য পরিবহন করা যায় না, যা সারাদেশে আর কোথাও নেই। তাই চট্টগ্রামের ব্যবসায়ীরা বৈষম্যের শিকার দাবী করে সারা দেশে পন্য পরবিহনে একই নিয়ম কার্যকর করার দাবী তুলে ধরেন। এফবিসিসিআই সভাপতির নেতৃত্বে ঢাকা থেকে আসা এফবিসিসিআই প্রতিনিধী দল এ দাবীর সাথে একাত্ত্বতা পোষন করে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সাথে কথা বলা হবে জানান তারা।