চট্টগ্রামের সাতকানিয়ায় চৈন্ডি বৈদ্যের বাড়ীতে হামলাকারীরা কেউ বাইরের লোক নয়, তাদেরকে চার্জলাইট ব্যবহার করে খোঁজ করার দরকার নেই। তারা কেঁওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিচিত লোক বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। বিকেলে কেঁউচিয়ায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সাতকানিয়া উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা আপনারা আপনাদের কর্মীদের নিয়ন্ত্রণ করুন। বৈদ্য বাড়ীর এই সহিংসতায় আওয়ামীলীগ ও ছাত্রলীগের কর্মী বাহিনী জড়িত। প্রশাসনকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান তিনি।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন তাপস হোড, কেঁউচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।