চট্টগ্রামের সাতকানিয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে দূর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ৫টি ঘরবসত ঘর। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের তেমুহানী এলাকায় চন্ডীবৈদ্ধ বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।
স্থানীরা বলছেন, কে বা কারা মোটরসাইকেলযোগে এসে অকটেন নিক্ষেপ করে আগুণ ধরিয়ে দিয়ে দ্রুত চলে যায়। অকটেনের বোতল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস৷ ক্ষয়ক্ষতির পরিমান এখনও নিরূপণ করা যায়নি।
প্রসঙ্গত, গত ৭ফেব্রুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেমুহানী ভোট কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ২০জন আহত হয়। ঘটনার পর থেকে টানা তিনদিন ধরে দু’পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এ অগ্নিকান্ডের ঘটনা নির্বাচনী সহিংসতা বলে মনে করছেন স্থানীয়রা।
ইতিমধ্যে ঘটনাস্হল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল, ওসি তদন্ত সুজন দেসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্হা নেওয়ার আশ্বাস প্রশাসনের।