চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়েছে ভারত সরকার। আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ হলে অ্যাম্বুলেন্স হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি ও রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী। বক্তারা জানান, ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১০৯ টি অ্যাম্বুলেন্স দেয়ার যে ঘোষণা দিয়েছিলেন তারই অংশ বর্তমান উদ্যোগ। অনুষ্ঠান শেষে ফজলে করিম এমপির হাতে নতুন অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি।