চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে গত রোববার এক সাথে দুই ভাই ও তাদের এক বন্ধু ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝর্ণায়। ঝর্ণা দেখতে যেয়ে টানা বৃষ্টিতে প্রবল স্রোতে এই তিন পর্যটক পানিতে তলিয়ে যায় । ঘটনারদিন সন্ধ্যা বেলায় একজনের মরদেহ উদ্ধার করে গতকাল একজনের ও আজ সকাল বেলা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার বিকালে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝর্ণা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ দুই সহোদর মধ্যে এক ভাইয়ের মরদেহ একটি ছড়া থেকে সোমবার বিকাল ৪টায় উদ্ধার করা হয়। আজ সকালে আরেক ভাইয়ের মরদেহ একটি খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোজের ৪০ ঘন্টার মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন দুই ভাই মো. তানভির ও তারেক এবং একই এলাকার বাসিন্দা জনতা ব্যাংকের জিএম জাকারিয়ার ছেলে মো. ইশতিয়াক ।
Leave a Reply