চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার
চোলাই মদ জব্দসহ চোলাই মদ তৈরীর বিশাল কারখানা ধ্বংস করেছে র্যাব সেভেন।
র্যাব জানায়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী এলাকার গভীর পাহাড়ী
জঙ্গল এলাকায় বিশাল চোলাইমদ তৈরীর কারখানায় চোলাইমদ উৎপাদন করছে এমন
সংবাদ পেয়ে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ঘটনাস্থল তল্লাশি
করে ১০,০০০ লিটার চোলাই মদ ও ৪০,০০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার
করা হলেও অআসামীরা পালিয়ে যায়। র্যাব জানায়, পলাতক আসামীরা দীর্ঘ দিন
যাবৎ অবৈধভাবে মদ তৈরির উপকরন সংগ্রহ করে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ
দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলো।
উদ্ধারকৃত চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণের আনুমানিক মূল্য ০৩ কোটি
টাকা।