বুধবার রাতে ভাটিয়ারী এলাকা থেকে এদের আটক করা হয়েছে। এসময় দশ হাজার খালি সিলিন্ডার উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন বাজারে লোহার স্ক্র্যাপের দাম বেড়ে যাওয়ায় অসাধু ডিলারদের কাছ থেকে খালি সিলিন্ডার সংগ্রহ শুরু করে এই চক্র। ভাটিয়ারির সাগর পাড়ে দূর্গম এলাকায় এসব সিলিন্ডার কেটে অন্যান্য স্ক্র্যাপের সাথে মিশিয়ে বিক্রি শুরু করে তারা। ৬-৭শ টাকায় কেনা একটি সিলিন্ডার কেটে বিক্রি করা হয় ৮শ থেকে এক হাজার টাকায়। এতে বাজারে সিলিন্ডার সংকট তৈরি হবার পাশাপাশি পরিবেশ দূষণ ও বিস্ফোরণ ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি আরও বলেন, প্রায় আড়াই হাজার টাকায় দামে কিনে বাজারে ভুর্তুকি মূল্যে ছাড়া এসব সিলিন্ডার এভাবে স্ক্র্যাপ বানানোর ফলে বড় ক্ষতি মুখে পড়ছে এই শিল্প। পাশাপাশি সিলিন্ডার সংকটে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখাও কঠিন হয়ে পড়েছে। র্যাব আরো জানিয়েছে এই চক্রের কাছে সিলিন্ডার বিক্রিতে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে।