সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৫ বছর বয়সী ভিকটিম স্থানীয় একটি মাদ্রাসায় নার্সারীতে পড়ালেখা করে। তার মা গার্মন্টেসে চাকুরী করে। ভিকটিমের মা প্রতিদিন চাকুরীতে যাওয়ার সময় মেয়েকে মাদ্রাসায় দিয়ে চাকুরীতে চলে যায়। ভিকটিম নিজে প্রতিদিন মাদ্রাসা থেকে বাসায় আসে। ২৬ জুন শিশুটি মাদ্রাসা থেকে বাসায় আসে। এরপর একই কলোনীর পার্শ্ববর্তী ভাড়াটিয়া ৫০ বছর বয়স্ক মোঃ বদরুল ইসলাম ভিকটিমের বাসায় এসে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এই সময় শিশুটির বাসায় কেউ ছিলো না। কিন্তু পরিবারের সদস্যরা সোমবার রাত সাড়ে দশটার দিকে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বদরুলকে গ্রেপ্তার করে।
এই ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে।