বুধবার ভোরে বাঁশখালীর গণ্ডামারা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। র্যাব- এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মোঃ নুরুল আবছার বলেন, র্যাবের একটি দল ভোরে নিয়মিত টহলে গণ্ডামারা এলাকায় গেলে একদল দুস্কৃতকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির পর একজনকে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান,একটি থ্রি কোয়ার্টার গান, একটি এলজি, একটি ছুরি, ১১ রাউন্ড তাজা গুলি ও ২ রাউন্ড খালিগুলি উদ্ধার করা হয়েছে।নিহত মো. আলমগীর ওরফে আলমের বিরুদ্ধে বাঁশখালী ও চট্টগ্রামের কয়েকটি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে রয়েছে বলে জানিয়েছেন র্যাব।