চট্টগ্রামের ফটিকছড়িতে জিপের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাইন্দং ইউনিয়নের বাসিন্দা আবুল বশরের মেয়ে মিশু আকতার ও মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা। তারা দুই জনই পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ঘটনার পর ট্রাফিক সার্জেন্টের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। পুলিশ জানায়, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় ২ ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে ধান বোঝায় গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় দুই ছাত্রীকে চাপা দিলে নিহত হয় দুই জন। দুর্ঘটনার পর সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা