মাস্ক না পরে পতেঙ্গা সৈকতে ঘোরাফেরা করার সময় ২৮ জনকে জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
শনিবার (২৭ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তিনি এ জরিমানা করেন।
মারুফা বেগম নেলী জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকায় চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় নগরবাসীর মধ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে সতর্কতামূলক অভিযান পরিচালিত হচ্ছে। পতেঙ্গা সৈকতে ২৮ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।