চতুর্থ ধাপে অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও রাউজান পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়ররা শপথ নিয়েছেন। একইসঙ্গে শপথ গ্রহণ করেছেন চার পৌরসভার ৪৮ জন কাউন্সিলর।
বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।
শপথ নেওয়া মেয়ররা হলেন—পটিয়ার আইয়ুব বাবুল, চন্দনাইশের মাহবুবুল আলম খোকা, সাতকানিয়ার মোহাম্মদ জোবায়ের ও রাউজানের জমির উদ্দিন পারভেজ।