চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারিতে জাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সানী ও সাগর নামে আরও দুজন।
বুধবার রাতে উপজেলার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে।পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহেদুল মারা যান। এ ঘটনায় চন্দনাইশ থানায় হত্যা মামলা হয়েছে তবে এখনও দোষীদের কেউ গ্রেফতার হয়নি। এঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার জরে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে নিহতের সহপাঠীরা সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ রোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।এ সময় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।