চট্টগ্রামের খুলশীতে রেল ক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ তিনজন নিহত।চট্টগ্রাম নগরীর খুলশী ঝাউতলা এলাকায় রেল ক্রসিং পার হতে গিয়ে ডেমু ট্রেনের সঙ্গে বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ তিনজন নিহত ও কমপক্ষে ৭জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ট্রাফিক পুলিশ কনস্টেবল মনির, বাহাউদ্দীন নামে এক ব্যক্তি এবং সিএনজি চালক। তবে তাৎক্ষনিকভাবে সিএনজি চালকের নাম জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঝাউতলা রেল ক্রসিংয়ে ষোলশহর থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও বাসকে ধাক্কা দেয় একটি ডেমু ট্রেন। এসময় রেল লাইনের গেট ফেলা হয়নি। ফলে সিএনজি অটোরিকশা ও বাস রেললাইনে চলে আসে।
এসময় দ্রুতগতির একটি ডেমু ট্রেন গাড়িগুলোকে ধাক্কা দেয়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে গেটম্যান আলমগীর পলাতক রয়েছেন।