চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কাস্টমস হাউস এলাকায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কোন যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার(১৮ই মার্চ) কাস্টমস হাউসের সামনে চলন্ত বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে পরবর্তীতে বন্দর ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুবেল আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ীর অতিরিক্ত টেম্পপ্রেসার বৃদ্ধির পর সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমাদের বন্দর ফায়ার সার্ভিসের ইউনিটের দুইটি গাড়ী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের নিরাপদের সরিয়ে নিয়েছি এই ঘটনায় কোন হতাহত হয়নি।
এবিষয়ে বন্দর ট্রাফিক ইন্সপেক্টর (টি আই) মোঃ আবদুল্লাহ জানান, ইপিজেড থেকে ছেড়ে আসা অথৈই ট্রান্সপোর্টের একটি বাসে (চট্টমেট্রো-ব-১১-১৩৯৫) বৃহস্পতিবার সকাল ১১ টায় কাস্টমসের সামনে রাস্তায় চলাচল অবস্থায় হঠাৎ অগ্নিকান্ডের সৃষ্টি হলে আমরা ফায়ারসার্ভিসকে অবগত করি এবং আগুন নিয়ন্ত্রণের পর গাড়ীটি রাস্তার উপর থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।