মঙ্গলবার রাতে কর্ণফূলী থানার বোডবাজার এলাকায় মুরাদ এবং সীতাকুন্ড পৌরসভার সামনে কোরবান আলীকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করলে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কর্ণফূলী থানার বোডবাজার এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে জুয়েল ও ফোরকান নামে দুই যুবকের মধ্যে হাতাহাতি হয়। তাদের ঝগড়া থামাতে এগিয়ে যান জুয়েলে বন্ধু মুরাদ। এই সময় আজাদ ও সাইফুল নামে দুই যুবক মুরাদকে ছুরিকাঘাত করে। এছাড়া রাতে সীতাকুন্ড পৌর সদর থেকে মোটর সাইকেলে করে বাড়ি যাচ্ছিল কোরবান। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরে সাথানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।