চট্টগ্রামের আমবাগানে খুন হওয়া মো. হানিফ হত্যা মামলার প্রধান আসামী সোহেল ভন্ডারীসহ চার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে নগরীর চাদগাঁও র্যাব কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এম এ ইউসুফ জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হানিফকে হত্যা করা হয়েছে। আসামীরা হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নগরীর আম বাগান এলাকায় আমিন হোসেন ও হানিফ আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল। এনিয়ে দুই গ্রুপের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। সম্প্রতি এলাকায় একটি ফুটবল টুর্নামেন্টে চাঁদা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা বাঁধে। গত ৮ নভেম্বর হানিফকে শায়েস্তা করার উদ্দেশ্যে আমিন আমবাগান মাঠে ডেকে নিয়ে গেলে সেখানে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে সোহেল ভাণ্ডারী ছুরি দিয়ে হানিফের বুকে আঘাত করে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। হানিফকে বাঁচাতে তার বড় ভাই অনিক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘত করে সোহেল। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৯ নভেম্বর নিহত মো.হানিফের ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে খুলশী থানায় দশ জনের নাম উল্লেখ করে এাটি হত্যা মামলা দায়ের করে। পরে শনিবার শতিয়তপুর ও ঢাকায় অভিযান চালিয়ে এই হত্যা মামলার প্রধান আসামী সোহেল ভান্ডারী, তার তিন ভাই ও বাবকে গ্রেফতার করে র্য্যাব।