মেছোবাঘের আক্রমণে কমপক্ষে ১১ জনের আহত হবার খবর পাওয়া গেছে হবিগঞ্জের চুনাররুঘাট উপজেলায়। আব্দুল খালেক নামে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আহমদাবাদ ইউনিয়নের রাজারবাজার ও রানীরকোট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করলেও বন বিভাগের উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, পার্শ্ববর্তী কালেঙ্গা পাহাড় থেকে মেছোবাঘ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার জনপদে প্রবেশ করে মানুষের ওপর আক্রমণ করে। এতে কমপক্ষে ১১ জন আহত হন।
রাজারবাজার এলাকার বাসিন্দা প্রণব কুমার দেব অভিযোগ করে জানান, বিষয়টি তৎক্ষণাৎ বনবিভাগকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে গতকাল রাতে শ্রীমঙ্গল রেঞ্জের কর্মকর্তা শহিদুল ইসলাম সংবাদ প্রকাশকে বলেন, বাঘের আক্রমণের বিষয়টি জেনেছি। কিন্তু রাতে কিছুই করার নেই। সকালে ব্যবস্থা নেবো।