দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে । সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালিক ওমর ফারুক, মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য ডেইরি ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে গো খাদ্যের দাম ২০৩ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এতে খামারিরা লোকসানের মুখে আছে। তাঁরা বিদেশ থেকে আমদানি করা গুঁড়ো দুধের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের দাবি জানান।