সহপাঠীদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে লাবিব (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে দিনাজপুরের খানসামায়। গতকাল রবিবার বিকেলে খানসামা উপজেলার পার্শ্ববর্তী আত্রাই নদীর সেতুর নিচে থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লাবিব উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ৩ সহপাঠী মিলে আত্রাই নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় লাবিব। পরে তার দুই বন্ধু মিলে উদ্ধার করতে গেলে তারাও একপর্যায়ে ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে জাল দিয়ে দুজনকে উদ্ধার করলেও লাবিবকে খুঁজে পায়নি।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রাই তাদেরকে উদ্ধার করেছে।
Leave a Reply