শীতের আগমনে প্রকৃতি নিচ্ছে নতুন রূপ। একই সঙ্গে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী। শীতবস্ত্রের হিড়িক পড়েছে বিভিন্ন বাজার ও ফুটপাতের দোকানগুলোতে।
ক্রেতারা ভিড়ে ব্যস্ত দোকানিরা। ক্রেতাদের উদ্দেশ্য ‘কম দামে ভালো জিনিস’। আর দোকানি চাহিদা সামান্য লাভ। এই দুইয়ে মিলেয়ে চলছে কেনাবেচা। গুলিস্তান এলাকায় যেন মেলা বসেছে শীতবস্ত্রে। পুরো এলাকা জুড়েই এখন শীত কাপড়ের দখলে।
ফুটপাতে উলের টুপি, হাত মোজা,পা মোজা, মাফলার, সোয়েটার, কানটুপিসহ বাচ্চাদের নানা ধরনের শীতের কাপড়ের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। তাছাড়া কম্বল ও কোর্টের দোকানেও রয়েছে প্রচুর ভিড়।
ফুটের দোকানদার আক্তার হোসেন জানান, কয়েক দিনের গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে দোকানে বেচাকেনা একটু বেশি হয়েছিল। কিন্তু গরম থাকায় এখন কাস্টমার কম। তবে শীত বাড়লে কস্টমার আসবে।