সকালে নগরীর পোলোগ্রাউন্ড সড়কে বেশ কয়েকটি গণপরিবনে ভাড়া নিয়ে নৈরাজ্যের প্রমাণ মেলে।
মিনিবাসে সর্বনিম্ন ভাড়া ৮ টাকা নির্ধারণ করা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ১০ টাকা।বেশকিছু বাসে ছিলোনা সরকারের নির্ধারিত ভাড়ার চার্ট। এমন অনিয়ম করায় জরিমানা করা হয় বাস চালকদের। অন্যদিকে, প্রতিকিলোমিটারে ৫ পয়সা কমানো হলেও এর কোন প্রভাব পড়েনি বলছে যাত্রীরা। চালক হেলপারদের সাথে এনিয়ে প্রায় ঘটছে বাকবিতণ্ডা। বাস চালকদের অভিযোগ, তেলের দাম বাড়ায় খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। এদিকে, ভাড়া নৈরাজ্য বন্ধে সড়কে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানায় বিআরটিএ।