খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং সদর হাসপাতালে ১ জন। এরমধ্যে খুলনার মৃত ৬ জন, যশোর ২ এবং সাতক্ষীরা নড়াইল ও বাগেরহাটের একজন করে রয়েছে।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে পজিটিভ এসেছে ১৭৭ জনের এবং খুলনা ১৫১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।মঙ্গলবার ২২ জুন সকাল থেকে খুলনায় কঠোর লকডাউন চলছে। দোকানপাট ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।