কয়কজন মিলে খুলেজেন ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ নামে একটি নামসর্বস্ব অনলাইন পত্রিকা। সে পত্রিকার অফিসে বসে চলতো খুচরা ইয়াবা বিক্রি। সেরকমই ইয়াবা বিক্রিকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকা থেকে দুইজনকে আটকের পর এমন তথ্য পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৭ আগস্ট) দুপুর দুইটার দিকে তাদের রুমালিয়ারছড়ার গরুহালদা এলাকা থেকে আটক করে ডিবি। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫ শ’ ৬০ পিস ইয়াবা। আটকরা হলেন, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে ইব্রাহীম খলিল (২৯)। ডিবি কর্মকর্তা জানান, বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ নামে পত্রিকাটির অফিসে আবার আছে গোল্ডেন লাইফ নামে একটি ইন্সুরেন্সের অফিসও। সেখানে বসে চলতো খুচরা ইয়াবা বিক্রি। দীর্ঘদিন ধরে নজরদারির ভেতরে রেখে তাদের আজকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইব্রাহীম নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। সাংবাদিকতায় তার সহযোগী হিসেবে আছে ‘সোহেল আরমান’ নামে আরেক সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শেখ মোহাম্মদ আলী বলেন, ইয়াবাসহ আটকের পরপরই সাংবাদিক পরিচয় দিয়ে বসে আটক ইব্রাহীম খলিল। পরে ওই অফিসে একটি নামসর্বস্ব পত্রিকার কথাও রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।