কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক বলেছেন, করোনা মহামারির মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলোর (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি ৭৬ শতাংশ, যা জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি। চলতি বছরের মে মাসে এ–বিষয়ক জাতীয় গড় অগ্রগতি ছিল ৫৮ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব তথ্য তুলে ধরেন। সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।